
মোঃ শুভ ইসলাম : গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীর ডান তীর ঘেঁষে মুন্সিরহাট খোলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সেনাবাহিনীর সহায়তায় প্রশাসনের বিশেষ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার বিকেলে টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযানে বিপুল সরঞ্জাম জব্দের পাশাপাশি এক বালু ব্যবসায়ীকে মোটা অঙ্কের জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সাঘাটা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান। তাকে প্রত্যক্ষ সহযোগিতা করে সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল। অভিযানে অবৈধ বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় একটি বাল্কহেট, দুটি চার সিলিন্ডারের মেশিন, একটি স্যালো পাম্প মেশিন, দুইটি ট্রাক্টর (কাকড়া গাড়ি) এবং একটি ট্রলি।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান বলেন, “ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হচ্ছে। এসব অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, জরিমানাকৃত ব্যবসায়ী জীবন রহমান সবুজ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি।










