
চুয়াডাঙ্গা-১ (সদর-আলমডাঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জননেতা শামসুজ্জামান দুদু বলেছেন, “সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, ধানের শীষকে বিজয়ী করতে হবে এবং আগামীতে আমরা দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”১৬ই সেপ্টেম্বর (মঙ্গলবার) আলমডাঙ্গা উপজেলার খাসকরা ও জামজামি ইউনিয়নে একাধিক পথসভা ও গণসংযোগ শেষে তিনি গণসমাবেশে এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু আরও বলেন, “বিএনপি জনগণের দল, গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। জনগণ আজ পরিবর্তন চায়, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই পরিবর্তন আনতে হবে।” গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিচুর রহমান আনিচ। এছাড়া আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নেন গণসমাবেশে বক্তারা বলেন, “চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।










