
বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে আজ ১৬ (সেপ্টেম্বর) মঙ্গলবার হাটের দিন ভোরে পেঁয়াজ ব্যবসায়ী হাবিবুরের কাঁধের ব্যাগ কেটে দুই লক্ষ টাকা নিয়ে গেল চোর।
বোয়ালমারী পৌর শহরের কামারগ্রামের বাসিন্দা হাবিবুর জানান, মঙ্গলবার সহস্রাইল হাটের দিন ভোরে পেঁয়াজ কিনতে সহস্রাইল বাজারে আসেন,কাঁধের ব্যাগে টাকা রেখে পেঁয়াজ কিনতে গেলে কিছুক্ষণ পরে দেখতে পান ব্যাগে টাকা নেই!,ব্যাগ কেটে টাকা নিয়ে গেছে চোর।
এ ব্যাপারে বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মিজান কে অবহিত করেছেন, থানায় সাধারণ ডায়েরি করেছেন ব্যবসায়ী হাবিবুর।
ভিউ: ১২১










