
ময়মনসিংহের নান্দাইলে বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে জামাল মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া ওই এলাকার শিরু মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে জামাল মিয়া গরুর খাবারের জন্য বাড়ির পাশে বিলে ঘাস কাটতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, “খবর পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ভিউ: ১২২










