টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুর্ষাবেনু গ্রামের ৩নং ওয়ার্ডে উপজেলা বিএনপি এর উদ্যোগে প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজাসহ আরো সিনিয়র নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলনকে আরও বেগবান করতে হবে।