
পঞ্চগড় সদরের ধাক্কামাড়া ইউনিয়নের বকুলতলা প্রথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক মধ্য বয়সী নারী এনজিও কর্মীকে গনধর্ষনের অভিযোগ উঠেছে । জানাযায়, আজ রবিবার ১৪ সেপ্টম্বর রাতে আলমগীর নামে এক ব্যাক্তি সহ তিন ব্যাক্তি এই ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই নারীকে হত্যার চেষ্টা করা হলে তার আত্ম চিৎকারে স্থানিয়রা এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। জানাগেছে এর আগে রাত ৮ টার সময় পঞ্চগড় রেল স্টেশন এলাকা হতে কৌশলে ওই নারীকে কমলাপুর নিয়ে যাওয়ার কথা বলে বকুলতলা এলাকায় নিয়ে গণধর্ষন করে। বর্তমান ওই নারী পুলিশ হেফাজতে মহিলা হাসপাতালে ৪ নং ব্যাডে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষক আলমগীরের সাথে পুর্ব পরিচিক, মুঠো ফোনে প্রায় কথা হতো। ৭ বছর আগে স্বামী পরিতাক্তা ওই নারী বিমা কম্পনিতে চাকুরী করে জীবীকা নির্বাহ করেন । ১০ বছর বয়সি সন্তান নিয়ে রেলস্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। সেই নারী ন্যায় বিচার দাবী করছে।










