
তৌহিদ,মাগুরা : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানকে দায়িত্বে বহাল রাখার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলেও আদালতের রায়ে তিনি বৈধভাবে দায়িত্বপ্রাপ্ত। কিন্তু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন রোমান বিষয়টি নিয়ে বাধাগ্রস্ত করছেন।প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান বলেন, “আমাকে নিয়ম বহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো। এ বিষয়ে হাইকোর্টে রিট করলে আদালত আমার পক্ষে রায় দেন।”মানববন্ধনে শিক্ষার্থীরা শুধু প্রধান শিক্ষককে পুনর্বহাল নয়, সেই সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনীর হোসেন রোমান এর পদত্যাগও দাবি করেন।
ভিউ: ২০৫










