চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসান আলী, এএসআই (নিঃ) আহসান হাবীব, এএসআই (নিঃ) আব্দুস সালাম, এএসআই (নিঃ) জসিম উদ্দীন, এএসআই (নিঃ) হেমায়েত উদ্দীন হিমু ও এএসআই (নিঃ) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—গঙ্গাদাসপুর গ্রামের জুনায়েদ হোসেন জনি (২৬), পিতা মেহেদী হাসান টিপু, মাতা শিরিন শিলা।কাশীপুর ব্রিজের নিকট এলাকার মোঃ বিপ্লব (৩০), পিতা মোঃ কামাল।কুলতলা গ্রামের শাকিলা আক্তার পাখি (৪৪), স্বামী জিয়ারুল সরদার।কাশিপুর গ্রামের সাহিদা খাতুন (৫২), স্বামী মোশারেফ মিয়া।কুলতলা গ্রামের শিউলী খাতুন (৩৭), স্বামী আনারুল সরদার।কাশিপুর গ্রামের জেসমিন আক্তার (৩৮), স্বামী তুহিন ইসলাম। গ্রেফতারকৃত আসামিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।