১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস : বিবৃতি দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
Spread the love

১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস : বিবৃতি দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিবৃতি দিয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

তিনি বলেন, “গণতন্ত্র হলো সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ভিত্তি। গণতন্ত্রহীন অবস্থায় মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা অনুপস্থিত থাকে। বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। জনগণ ভোটাধিকার, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তবে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে, যা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। দল-মতের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীর নিকট প্রতিশ্রুতি ব্যক্ত করছে যে, গণতন্ত্রকে সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা বদ্ধপরিকর। সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অধ্যাপক পরওয়ার বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার করে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। জাতিকে গুম, খুন ও ক্রসফায়ারের অভিশাপ থেকে মুক্ত করতে হবে। দেশে নতুন ফ্যাসিবাদের জন্ম রোধে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।”

তিনি জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অতীত অভিজ্ঞতার আলোকে কালো টাকা, পেশিশক্তি, কেন্দ্র দখলসহ সব ধরনের অনিয়ম বন্ধ করতে হবে। দক্ষ আইনপ্রণেতা ও মানসম্মত সংসদ গঠনের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি অভিযোগ করেন, জনগণের ন্যায্য দাবিগুলো কার্যকর করা হচ্ছে না। তাই জনগণের অধিকার আদায়ে গণআন্দোলনের কোনো বিকল্প নেই। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে।

এ লক্ষ্যে জামায়াতে ইসলামী আজ ৫ দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করেছে। পরওয়ার বলেন, “সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিয়ে তার আলোকে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সচেতন নাগরিক ও সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31