নোয়াখালীতে চাঁদা না পেয়ে ফার্মেসীতে মোতলব বাহিনীর আক্রমণ, মালিকসহ ৫ জন কে কুপিয়ে মারাত্মক জখম ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে
আমাদের নিজস্ব প্রতিবেদক রাসেদ বিল্লাহ চিশতীর পাঠানো প্রতিবেদনঃ জানা যায়, নোয়াখালী সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়নে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে স্থানীয় প্রীতি মেডিকেল হল ও মা মেডিকেল সেন্টার নামক দুটি ব্যাবসায়িক প্রতিষ্ঠানে
অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। (১৩ সেপ্টেম্বর) শনিবার দুপুর ১২ টার দিকে প্রধান অভিযুক্ত আবদুল মতলব মাঝি তার গ্রুপের ১৫/১৬ জন অস্ত্রধারী হাতে লোহার রড, চাপাতি, সাইনিজ কুড়াল, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রকাশ্যে প্রীতি মেডিকেল হল ও মা মেডিকেল সেন্টারে হামলা ও ব্যাপক ভাংচুর চালায়।
এতে মেডিকেলের মালিক ভুক্তভোগী আবদুর রহিম বাঁধা দিতে গেলে অভিযুক্ত মতলব মাঝি ও তার গ্রুপের লোকজন তার ভাই আবদুর রহমান (৩৮) ও মা মেডিকেল সেন্টারের মালিক ফার্মাসিস্ট আবদুর রহিম, আবদুল মালেক, বয়জৈস্ঠ ইউনুস মিয়া, ফয়সাল, রৌশন আক্তার সহ মোট ৫ জনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। হামলাকারীরা এসময় ক্যাশ বাক্স থেকে নগদ তিন লক্ষ পনেরো হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
হামলার ঘটনায় ভুক্তভোগী আবদুর রহমান অভিযুক্তদের শাস্তি চেয়ে স্থানীয় সেনাক্যাম্প ও নিকটস্থ সুধারাম মডেল থানায় লিখিত আকারে একটি অভিযোগ প্রদান করেন।