
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাদশ শ্রেণির ছাত্রীদের উদ্বোধনী ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অত্র কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে শিক্ষক-শিক্ষিকা ও নবীন শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।পরে উপস্থিত নবগত শিক্ষার্থীদের কে ক্লাস রুটিন ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
আইসিটি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক, এ, টি, এম, শারিফুজ্জামানের সঞ্চালনায় এবং ভর্তি কমিটির আহ্বায়ক, মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র কলেজের অধ্যক্ষ, মোঃ মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি মোঃ আনিসুর রহমান ও মোছাঃ বিলকিস বানু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মো:আশরাফ আলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক শামসুন নাহার সহ ইংরেজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক, পারভেজ ইমাম প্রমুখ।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের কলেজ জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এসময়ে ভর্তি কমিটির আহবায়ক শুভেচ্ছা বক্তব্যে বলেন, “নবীন শিক্ষার্থীরা আমাদের কলেজের ভবিষ্যৎ। তাদের সফল ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সমান ভাবে দায়িত্ব নিতে হবে।” তিনি শিক্ষার্থীদের বিষয়ে তাদের লক্ষ্য এবং উচ্চাশা বজায় রাখার আহ্বান জানান।
এদিকে নানা দিক তুলে ধরে প্রধান অতিথি মোঃ মোক্তার আলী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি কলেজের ঐতিহ্য, শিক্ষার মান এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, “তুমরা যেভাবে অধ্যয়ন করবে তা শুধু নিজেদের উন্নতির জন্য নয়, বরং দেশের উন্নতির জন্যও গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ে যেখানে সংশ্লিষ্ট শিক্ষকগণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাছাড়া আগত নবীন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস চোখে পড়ছিল।










