
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তিয়রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগে অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন খাসকররা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রাসেল বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পায়নি। দুর্নীতি আর লুটপাটের কারণে দেশ পিছিয়ে আছে। দেশের সম্পদ লুট করে বিদেশে বেগমপাড়া বানানো হয়েছে, অথচ আমরা একটি দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে চাই।
তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, বেকার সমস্যার সমাধান, ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দায়িত্ব পেলে এক টাকাও দুর্নীতি হবে না এবং আমরা জনগণের কাছে প্রতিটি কাজের জবাবদিহিতা করব।”
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, মাওলানা জামিরুল ইসলাম, উপজেলা প্রচার বিভাগের সহকারী সেক্রেটারী আমান উদ্দিন, মাওলানা সামিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা।










