
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেলকুচি মডেল ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দের মধ্য দিয়ে প্রথমবারের মতো তাদের কলেজ জীবন শুরু করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক সামছুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং কলেজ গভর্নিং বডির সভাপতি আমিরুল ইসলাম খান (আলিম)।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা মানুষকে আলোকিত করে, আর সেই আলো দিয়েই নিজেদের পাশাপাশি সমাজ ও দেশকে আলোকিত করতে হবে। মাদক, সন্ত্রাস ও অন্যায় থেকে দূরে থেকে মানবিক মূল্যবোধে গড়ে ওঠাই হবে তোমাদের সবচেয়ে বড় অর্জন।”
এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কামাল অমিতাভ, সহকারী অধ্যাপক রওশন আরা, ফরহাদ হোসেন, আল মামুনসহ বিভিন্ন শিক্ষক-কর্মচারী।
শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “কলেজের শৃঙ্খলা বজায় রেখে অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির প্রকৃত সম্পদ।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে কলেজের পক্ষ থেকে তাদের পরিচিতিমূলক ক্লাস নেওয়া হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ নবীন বরণ অনুষ্ঠানে নতুনদের চোখে স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ফুটে ওঠে।
শেষের দিকে নবীনদের অংশগ্রহণে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।