চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নিয়ে তরুণদের প্রতি বিশেষ আহ্বান; গণআন্দোলনের হুঁশিয়ারি
Spread the love
এস এম সাইফুল ইসলাম, রিপোর্টার:

 

লেখক, গবেষক ও তরুণ চিন্তক মাসুদ রানা সাগর চুয়াডাঙ্গার তরুণ প্রজন্মকে এক দফা এক দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের প্রার্থীরা ভোট চাইতে এলে তরুণদের স্পষ্টভাবে বলতে হবে- সমর্থন চাইলে প্রথম শর্ত হবে, বিজয়ী হওয়ার এক বছরের মধ্যেই সদর হাসপাতালের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্পন্ন করতে হবে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

মাসুদ রানা সাগর জানান, এ দাবিকে ঘিরে শিগগিরই তরুণদের ক্ষোভ বিস্ফোরিত হবে। অনলাইনে সচেতনতা কর্মসূচির পর মাঠ পর্যায়েও আন্দোলন গড়ে উঠতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।

তিনি অভিযোগ করেন, প্রায় ১৩ লাখ মানুষের এই জেলায় ন্যূনতম চিকিৎসা ব্যবস্থাও নেই। সামান্য ডায়রিয়ার রোগীকেও রাজশাহী বা ঢাকায় রেফার্ড করা হয়। উন্নত চিকিৎসা তো দূরের কথা, সদর হাসপাতালে মৌলিক চিকিৎসার নিশ্চয়তাও মেলে না। অথচ দেশের অর্থনীতিতে শিল্প, কৃষি ও জনশক্তি রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা চুয়াডাঙ্গার মানুষ চিকিৎসা ক্ষেত্রে বছরের পর বছর অবহেলিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করুণ চিত্র দেখে অনেক সময় মনে হয়- যদি মানুষের হায়াত চিকিৎসার ওপর নির্ভরশীল হতো, তবে এখান থেকে কোনো ক্রিটিক্যাল রোগী জীবিত ফিরতে পারত না।

তাঁর মতে, হাসপাতালটি সমগ্র জেলার হওয়ায় শুধু চুয়াডাঙ্গা-১ আসনের এমপি নন, চুয়াডাঙ্গা-২ আসনের জনপ্রতিনিধিরও সমান দায়িত্ব রয়েছে। দুই আসনের নির্বাচিতরা সত্যিকার অর্থে যদি জনদরদী হন, তবে হাসপাতাল আধুনিকায়নে কোনো বাধা থাকার কথা নয়। তাছাড়া হাসপাতাল পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় সরকারেরও যথাযথ ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হিম্মত নিয়ে চোখে চোখ রেখে নিজেদের অধিকারের কথা বলবেন। নির্বাচনী সমর্থন চাইলে শর্ত হবে- এক বছরের মধ্যে উন্নয়ন সম্পন্ন করতে হবে এবং হাসপাতাল প্রাঙ্গণেই সেই উন্নয়ন জনগণকে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় আমরা প্রতিবাদ করবো, ভোটেও জবাব দেবো। আর প্রতিশ্রুতি রক্ষা করলে ভবিষ্যতে না এলেও আমরা যথাযথ কৃতজ্ঞতা দেখাবো।

জনপ্রিয় এই লেখকের আহ্বান ইতিমধ্যে অনলাইনে আলোড়ন তুলেছে। তিনি জানিয়েছেন, তরুণদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনলাইন কর্মসূচির পর রাজপথেও আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য: তরুণ লেখক মাসুদ রানা সাগর, যিনি শেখ সাগর নামেও পরিচিত, চুয়াডাঙ্গার বিষ্ণুপুরে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন লেখক, গবেষক ও তরুণ চিন্তক। তার প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য- “যুবক! ইউ আর দ্যা গেম চেঞ্জার”, “যেমন তরুণ চাই” এবং “তৃষ্ণার্ত মুসাফির”। বিশেষভাবে “যুবক! ইউ আর দ্যা গেম চেঞ্জার” বইটি ভারতের পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পেয়েছে এবং কলকাতা থেকে প্রকাশিত হয়েছে।

মাসুদ রানা সাগর অনলাইনে তরুণ সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করছেন। যদিও তিনি নিজ জেলায় সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তবে তিনি নিরবে তরুণদের নিয়ে কাজ করছেন এবং তাদের বুদ্ধিবৃত্তিকভাবে গড়ে তুলছেন।

তাঁর স্বপ্ন হলো তরুণ প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে ইবনে সিনা, ইবনে খালদুন, মুসা আল খাওয়ারিজমের মতো দুনিয়া বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক হয়ে ওঠে এবং নিজের এলাকা, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণে কাজ করতে পারে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31