নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন।
প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মোহাম্মদ সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল লতিফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রাণী ও স্যানিটারি ইন্সপেক্টর হাসিম উদ্দিন খান, সাংবাদিকসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, দেশে প্রথমবারের মতো আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার। এ সময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু বিনামূল্যে এক ডোজ টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকা পাবে।