পটিয়া উপজেলা ৫২তম গ্রীষ্মকালীন খেলাধুলা চরকানাই জোনের প্রস্তুতি সভা।
Spread the love

মোঃ হাসানুর জামান বাবু : চট্টগ্রাম পটিয়া উপজেলার ৫২তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান চরকানাই উচ্চ বিদ্যালয় জোনের ক্রীড়া প্রতিযোগিতার নক- আউট পদ্ধতির ফিকচার তৈরি সংক্রান্ত এক প্রস্তুতি সভা আজ ১৪সেপ্টেম্বর-২৫,রবিবার বিকাল তিনটায় পটিয়া চরকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চরকানাই স্কুলের প্রধান শিক্ষিক জনাব বদিউল আলম,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৈড়লা কে পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক জনাব মোঃ শহীদুল ইসলাম, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক জনাব মোঃ ওমর আলী,ধলঘাট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষিক সব্যসাচী চক্রবর্তী, মুকুটনাইট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাম কৃষ্ণ চৌধুরী,পচরিয়া হালিমা রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আশরাফ উদ্দিন আহমেদ, হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিনু আরা বেগম, এয়াকুবদন্ডী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসান মোঃ আবুুল কালাম,মনসা স্কুল এন্ড কলেজের শিক্ষিক রূপক শীল,রহমানি মুহাম্মদিয়া কাদেরিয়া মাদ্রাসার শিক্ষক খালেদ সাইফুল্লাহ্,ও মুহাম্মদ মোকাদ্দেছ।অনুষ্ঠান সঞ্চালনা করেন চরকানাই স্কুলের সিনিয়র শিক্ষক পীযুষ দে সহ প্রমুখ। উল্লেখ্য যে, এবার পটিয়া উপজেলায় মোট তিনটি ভেন্যুতে গ্রীষ্মকালীন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে তৎমধ্যে চরকানাই উচ্চ বিদ্যালয় জোনে মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31