
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুয়াকুলি গ্রামস্থ বদরগঞ্জ মাঠ এলাকায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে কাঠাল বাগানের সামনে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা পাঁকা সড়কে অবস্থানকালে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃতের নাম মোঃ হাসান মাহমুদ লিখন (২৯)। তিনি আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতির ঘটনায় জড়িত হাসান মাহমুদ লিখনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
ভিউ: ৪২০










