
আল আমিন জয়পুরহাট প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আবদুল ওয়াহাব। তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের কাছ থেকে পূজামণ্ডপ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ শোনেন এবং তা গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের অগ্রাধিকার। তিনি আরও জানান, পূজার সময়কালীন যে কোনো বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট থানা অথবা জেলা পুলিশ কন্ট্রোল রুমে জানাতে অনুরোধ করা হয়।
সভায় তিনি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক বাহিনীর কার্যক্রমসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর আলোকপাত করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন।
উক্ত সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জয়পুরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জয়পুরহাট জেলা পুলিশ ও পূজা উদযাপন পরিষদের সম্মিলিত উদ্যোগে এবছরও দুর্গাপূজা উদযাপন হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন — এমনটাই প্রত্যাশা সকলের।










