
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন ভিপি পদে বিজয়ী আব্দুর রশিদ জিতু, বিজয় উৎসর্গ করলেন প্রয়াত শিক্ষিকাকে
বিস্তারিত তথ্য চিত্রে
মোঃ আসিফুজ্জামান আসিফ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন।
এই বিজয় তিনি উৎসর্গ করেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতাকে। উল্লেখ্য, গতকাল নির্বাচনে দায়িত্ব পালনকালে হলে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান এই শিক্ষিকা।
বিজয়ের পর আব্দুর রশিদ জিতু বলেন, “পরাজিত প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে সঙ্গে নিয়ে এবং তাদের পরামর্শে আমি অন্তর্ভুক্তিমূলক জাকসু গড়ে তুলবো।”
শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পূর্বে আনন্দ মিছিলের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন—
“এ জয় সাধারণ শিক্ষার্থীদের। নির্বাচন কমিশনের অদূরদর্শিতা ও কর্তব্য অবহেলার কারণে ফলাফল ঘোষণায় ৪০ ঘণ্টা বিলম্ব হয়েছে।”
“ভোট শেষের আগ মুহূর্তে যারা নির্বাচন বর্জন করেছেন, তারা আসলে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন। নির্বাচনে ভরাডুবি বুঝতেই তারা সরে গেছেন।”
“এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। নির্বাচন হয়েছে অবাধ ও সুষ্ঠু।”










