
জয়পুরহাটের পুরানাপৈল ইউনিয়নের তাজপুর মৌলভীপাড়া গ্রামে স্বামী জহির উদ্দিনের (৫০) ধারালো অস্ত্রের কোপে স্ত্রী রোকেয়া বেগম (৪৫) নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘাতক স্বামীকেও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন জহির উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীকে সন্দেহ করতেন। এলাকাবাসীর সঙ্গে কথা বললেই রোকেয়া বেগম স্বামীর নির্যাতনের শিকার হতেন।
প্রতিবেশীরা জানান, হঠাৎ চিৎকার শুনে ছুটে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় রোকেয়া বেগমকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানা পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।