
১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে দরবার, মাজার, খানকাহ, দায়রা ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৩ সেপ্টেম্বর) শনিবার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী সুগন্ধা কমিউনিটি সেন্টারে দরবার, মাজার, খানকাহ, দায়রা ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট মিরাজ উদ্দিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিমের সঞ্চালনায় আয়োজনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম চরণদ্বীপ দরবারের মাওলানা সাইফুল্লাহ ফারুকী,
আলোচনায় অংশ নেন মাওলানা শামসুদ্দেহা, খাদেম লোকমান আলী হোসাইনী, হাজি দেলোয়ার হোসেন নয়ন,
গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন, সিরাজ শামপুরী, ডাঃ অনু ও শায়ের সৌরভ হোসেন আশিকীসহ আরও অনেকে।
পরে দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের মঙ্গল কামনা করে মিলাদ, কেয়াম দোয়া ও মুনাজাতে শেষে তোবারক বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়েছে।
এছাড়া বিশেষ বুলেটিন আল সূফী বার্তা বিতরণ করা হয়েছে।










