
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভালুকা উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির ও দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলু। কর্মশালা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি শহিদুর রহমান শাহীন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জেলা নির্বাচন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী।
এছাড়াও উপজেলার বিভিন্ন কেন্দ্র কমিটির সভাপতি-সেক্রেটারিসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের করণীয়, সাংগঠনিক কার্যক্রম ও মাঠ পর্যায়ের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।










