চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামজামি ইউনিয়নের নওদা পাঁচলিয়া (ফকিরপাড়া) গ্রামের মোজাম লস্করের ছেলে মোঃ মাসুদ (২৩), একই গ্রামের কাউছার আহম্মেদের ছেলে মোঃ আজিজুল ইসলাম (৩৫) এবং সনাতন গ্রামের মৃত বাবর আলীর ছেলে মোঃ খালেক মন্ডল (৫০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মারামারি, গুরুতর আহত করা, হত্যাচেষ্টা, হুমকি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীরা যেখানেই লুকাক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।” গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।