চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামে যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প হারদীর অফিসারের নেতৃত্বে এসআই মোঃ তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় হাউসপুর মসজিদপাড়ার বাহার আলীর চায়ের দোকানের সামনে হাউসপুর ব্রিজ হতে কালিদাসপুর সাদাব্রিজগামী সড়কের পাশের লাটিম গাছের নিচ থেকে প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পাওয়া যায় ১২.৫০ ইঞ্চি লম্বা একটি দেশীয় তৈরি পিস্তল, যার সঙ্গে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম বলেন,
“অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্র কারবারীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সমাজে অশান্তি সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” পুলিশ জানিয়েছে, অস্ত্রটি জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।