
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা থানাধীন জামজামি গ্রামের প্রতিভা একাডেমী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘোষবিলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২২) কে আটক করা হয়। তার কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম জানান, “মাদকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।” পুলিশ জানায়, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।










