ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Spread the love

ময়মনসিংহে জমকালো আয়োজনে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘তারুণ্যের উৎসব ২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে— এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত জেলা। এ জেলার সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার গৌরবময় ইতিহাস রয়েছে। জাতীয় মহিলা ফুটবল দলের আটজন খেলোয়াড়ই ময়মনসিংহের সন্তান, একইভাবে জাতীয় ক্রিকেট দলেও রয়েছে এ জেলার প্রতিনিধিত্ব। জেলা প্রশাসক গোল্ডকাপ তরুণদের খেলাধুলায় আরও উদ্দীপ্ত করবে এবং ভবিষ্যতে এখান থেকেই আরও অনেক ক্রীড়াবিদ জাতীয় দলে জায়গা করে নেবে।”

বিভাগীয় কমিশনার বলেন, খেলায় জয় বা পরাজয় স্বাভাবিক হলেও প্রতিযোগিতা যত তীব্র হয়, খেলাটি তত উপভোগ্য হয়ে ওঠে। তিনি তরুণদের প্রতিভা বিকাশে নিয়মিত এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স মাঠে দর্শকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31