
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জাতীয়তাবাদী কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ। তিনি তার বক্তব্যে বলেন— “সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং আগামী নির্বাচনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ আহমেদ ও কৃষকদলের সভাপতি ফারুক মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক সালাম শাহ, মোস্তাফিজুর রহমান রানা, সাইদুল, মেহেদী, আব্দুস সালাম, ছাত্রদলের নেতা তুহিন মাহমুদ ও নাজমুল জোহান, জামজামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি কালাম এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজলুর রহমান।
ভিউ: ১৯৫










