
তৌহিদ, মাগুরা প্রতিনিধি
মাগুরায় রেলওয়ে প্রকল্প পরিদর্শন করলেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার ১২ সেপ্টেম্বর সকালে তিনি মাগুরা জেলা প্রান্তের মাঝআাইল গ্রামের অংশের প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এ সময় তিনি প্রকল্প এলাকায় রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি ঘুরে দেখেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।মতবিনিময় কালে কবির পরিবারের সদস্যরা জানান, রেলওয়ে প্রকল্পের কারণে কবির বাড়ি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। পরিবারের দাবি এই রেল প্রকল্পটি যেন বসতবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। এ সময় মাগুরা জেলা প্রশাসক,রেলওয়ে প্রকল্প কর্মকর্তা ও সচিব পরিবারের সদস্যদের কে আশ্বস্ত করেন এবং বলেন, এই প্রকল্পের কারণে কবির বসতভিটা অক্ষত থাকবে।
প্রকল্পের কর্মকর্তা জানান ১২০২ কোটি টাকার প্রকল্পটি আগামী বছরে শেষ হবে। এই প্রকল্প শেষ হলে মাগুরা জেলা প্রথমবারের মত রেলওয়ে প্রকল্পের আওতায় আসবে এবং জেলা অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে সচেষ্ট হবে । এ সময় সচিব শফিকুল আলম সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আরো জানান, আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কোন অবস্থাতেই নির্বাচন পেছানো হবে না এবং এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। জুলাই সনদ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, দলগুলোর সাথে আলোচনার পরই এ সরকারের আমলেই জুলাই সনদ বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। সাংবাদিকদের অন্য আরেকটি প্রশ্নে তিনি জানান, আসন্ন দুর্গাপূজায় হিন্দু ধর্মালম্বীদের নির্বিঘ্নে পূজা করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। পূজার সময় সরকারের সকল নিরাপত্তা বিভাগ সক্রিয় থাকবে যাতে কোনো পক্ষ পূজাকে বিঘ্নিত ঘটাতে না পারে। প্রকল্প পরিদর্শনকালে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এবং রেলওয়ে প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ তার সঙ্গে ছিলেন।










