
নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়, অনাথ, মানসিক ভারসাম্যহীন, অসুস্থ, শিশু-বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মানবিক সংগঠক “পরিবাবু” এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক মোঃ রাজু সরকার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন ৬ নং মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা মানিক।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন—পরিবাবু যে মহৎ উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে দারিদ্র্য ও বৈষম্য অনেকটাই কমে যাবে।
পুলিশ পরিদর্শক (নিঃ) মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের মোঃ রাজু সরকার তার বক্তব্যে বলেন“মানবিক










