মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামে কাঁঠাল গাছ থেকে ৪৫ বছর বয়সী সালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সালাম বর্শিবাড়ীয়া গ্রামের মরহুম আবুল কালাম বিশ্বাসের বড় ছেলে। ঘটনা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে পাটকেলপোতা গ্রামের খয়রামারি খাল সংলগ্ন হকা’র জমিতে ঘটে। স্থানীয়রা জানান, সালামের মরদেহ কাঁঠাল গাছে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় মরদেহ দেখে বারাদী পুলিশ ক্যাম্পে খবর দেন।
পরে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সালাম প্রায় ৩-৪ মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন।
এসআই রেজাউল করিম বলেন, "ঘটনাস্থল থেকে একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। মরদেহের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।"