কক্সবাজার শহরে বুস্তানুল কুরাআন মাদ্রাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মাদ্রাসা’য় নাজেরা সমাপ্ত পর ৫ জন ছাত্রদের হিফজের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বুধবার দুপুর দেড়টা সময় মাদ্রাসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হিফজের সবক প্রদান করেন ঈদগাও জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আলম এসময় তিনি শিক্ষার্থীদের কুরআন হিফজের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনাও প্রদান করেন কক্সবাজার শহরে ১০ ওয়ার্ড ম্যাজিস্ট্রেট কলোনী সংলগ্ন বুস্তানুল কোরআন মাদ্রাসায় ক্যাম্পাস হলে ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সবক প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন মৌলানা জাহেদুল ইসলাম, সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ হোছাইন,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রুহুল আশরাফ রমজান, বিশেষ অতিথি আবছার কামাল, সাংবাদিক মো: কামরুল হাসান,সাংবাদিক আব্দুল গফুর, মাওলানা আব্দুল কাইয়ুম মাহমুদ, হাফেজ শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা নাজিম উদ্দিন, এডভোকেট মো: হানিফ, বিশিষ্ট ব্যবসায়ীক মো: তৈয়ব উল্লাহসহ অনন্য প্রমূখ।উক্ত সবক প্রদান অনুষ্টানে উপস্থিতি বক্তারা বলেন কোরআন ধারন করে নিজের জীবন পরিবর্তন করতে হবে এবং সমাজের চিত্র পরিবর্তন করতে হবে, আধুনিক বিজ্ঞানের সাথে সাথে কোরআন শিক্ষার কোন বিকল্প নাই। সমাজে চরিত্রবান মানুষ তৈরি হবে কোরআন আলোকে
বক্তারা আরো বলেন, মানুষের নৈতিক চরিত্র অবক্ষয় হওয়ার পিছনে মূল কারন হচ্ছে কোরআন ছেড়ে দেওয়া, তাই আগামী প্রজন্মে সুন্দর সুন্দর নিরাপদ জীবন গড়তে হলে পবিত্র কুরাআনে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে হব।আলোচনা সভা শেষে হিফজ বিভাগের ৫ জন ছাত্রদের সবক প্রদান করা হয়।