চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে বারোটার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়নের মোট ৮৮ জন কার্ডধারী নারীকে সরকারের নির্ধারিত হারে চাল প্রদান করা হয়। চাল নিতে এসে সুবিধাভোগীরা সরকারের এ মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেন। চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা লিমন হোসেন, জামজামি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য রাশেদুজ্জামান রাজির, মাহমুদুল্লাহ হক রাজন, মতিয়ার রহমান, আব্দুল মান্নান, মোছাঃ লিপি খাতুন, মোছাঃ ববিতা খাতুন ও মোছাঃ আলেয়া খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। জনপ্রতিনিধিরা জানান, সরকার সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।