তৌহিদ, মাগুরা:
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম মঙ্গলবার ৯ সেপ্টেম্বর শালিখা উপজেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন, উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও বিভিন্ন জনসম্পৃক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন।দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি আড়পাড়া ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। গঙ্গারামপুর ইউনিয়নে পুলুম ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণকাজ পরিদর্শন, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ অফিস ও সাবেক খাটোর কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ করেন। এছাড়াও তিনি গঙ্গারামপুর ইউনিয়নের মধুখালী গোরস্থান সংলগ্ন ইদগাহ ময়দান নির্মাণকাজ প্রত্যক্ষ করেন ও পুলুম গোলাম সরোয়ার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
বুনাগাতী ইউনিয়নে জেলা প্রশাসক উঠান বৈঠকে যোগদান, ইউনিয়ন পরিষদ অফিস ও ভূমি অফিস পরিদর্শন করেন। তিনি বুনাগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরী সচেতনতামূলক সভায় অংশ নেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এছাড়া জেলা প্রশাসক শালিখা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিশু পার্ক উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ মসজিদের উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।