মোঃ তারেক রহমান শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দা গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিনদিন ধরে অনশন করেন মোছাঃ খুশি খাতুন নামে এক নারী, যিনি দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল গফুরের ছেলে মোঃ হান্নানের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন খুশি। একপর্যায়ে হান্নান বিয়ের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে গড়িমসি করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে খুশি খাতুন সরাসরি হান্নানের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং অনশন শুরু করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের উদ্যোগ নিয়ে শেষ পর্যন্ত বিষয়টি রাতে টাকার বিনিময়ে ‘মিল’ হয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রশাসনের চোখে ধুলো দিয়ে গোপনে আর্থিক মিমাংসার মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। কেউ কেউ বলছেন, “এভাবে বারবার প্রেম, প্রতারণা আর টাকা দিয়ে মীমাংসা সমাজে ভুল বার্তা দিচ্ছে।”
এ বিষয়ে প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও আলোচনার ঝড় বইছে