
শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন টাইফয়েড টিকাদান কর্মসূচিকে সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক, ইমাম ও সামাজিক নেতৃবৃন্দকে নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে শিক্ষক, ধর্মীয় নেতা এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিনাত আলম। এছাড়া বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর ও মেডিকেল অফিসার ডাক্তার পিনাকী রঞ্জন কর্মকার।কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম চলবে মোট ১৮ দিন। এর মধ্যে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।ডা. জিনাত আলম বলেন, “টাইফয়েড প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকরী ও নিরাপদ। সচেতনতা সৃষ্টিতে শিক্ষক, ইমাম ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম।এই কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি গ্যাভি, পাথ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ সহায়তা করছে।










