
ভোলায় দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস, সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মো. আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে শোক র্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালীনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ হয়।বক্তারা বলেন—হত্যার ৪৮ ঘণ্টা পার হলেও এখনো হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি।”“ভোলা সদর থানার ওসি হাসনাইন পারভেজ, পুলিশ সুপার শরিফুল হক এবং জেলা প্রশাসক আজাদ জাহানকে অবিলম্বে অপসারণ করতে হবে।”“একটির পর একটি খুন হলেও পুলিশ এখনো কোনো হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন বা দ্রুত গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে।” “দ্রুত মাওলানা নোমানীর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে ভোলার তৌহিদী জনতা কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হবে।”
বৃহত্তর কর্মসূচি ঘোষণা ;আগামী ১৩ সেপ্টেম্বর ভোলা সরকারি স্কুল মাঠে বৃহত্তর সমাবেশের ঘোষণা দেন নেতারা।
সমাবেশ শেষে শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।










