
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এইচ এস সি ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সহায়তা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আলমডাঙ্গা সরকারি কলেজ শাখা উদ্যোগে তিন দিনব্যাপী ভর্তি সহযোগিতা সহায়তা কেন্দ্র অনুষ্ঠিত হবে ।৮ই সেপ্টেম্বর থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময় শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান, অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।আয়োজকরা জানান, ভর্তি প্রক্রিয়ায় অনেক শিক্ষার্থী সঠিক দিকনির্দেশনার অভাবে সমস্যায় পড়ে। এজন্যই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী ভর্তি থেকে বঞ্চিত না হয়।শিক্ষার্থীরা এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং ছাত্রদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছে
ভিউ: ২০২










