
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথ অভিযানে ১১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ সাকনিস্থ পশু হাটের টোল আদায় ঘরের সামনে এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প হারদীর অফিসারের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম হাওলাদার সংগীয় ফোর্সসহ এ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে দূর্লভপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে তৌফিক আলী (২০) কে ১১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৪ টাকা এবং একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।
ভিউ: ৪৩৯










