
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এসময় তিনি বলেন, “আসন্ন টুর্নামেন্টটি ময়মনসিংহ জেলার ভাবমূর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খেলার সময় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”
সভায় জানানো হয়, জেলার মোট ১৩টি উপজেলা নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ১২ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে সদর উপজেলা বনাম মুক্তাগাছা উপজেলার মধ্যে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিন, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা










