গাজীপুরে পূবাইলে উদযাপিত হলো ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
Spread the love

সুব্রত চন্দ্র দাস, (গাজীপুর প্রতিনিধি):

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের উধুর শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ মন্দিরে উদযাপিত হল ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও রথমেলা ।

রবিবার (৭ই সেপ্টেম্বর ২০২৫ ইং) জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ রথযাত্রা উপলক্ষে মেলার আয়োজন করা হয়।

জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ এ রথ যাত্রা ও রথ মেলার আয়োজন করেন।

রথযাত্রা ও মেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বলেন ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা ও মেলার অনুষ্ঠানটি ৪০০ বছর যাবত ধারাবাহিকভাবে চলে আসছে। এবারও এর ব্যতিক্রম নয়।

রথযাত্রা উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বসেছে বিভিন্ন প্রকারের দোকান। অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে সাজানো হয়েছে দোকানের পসরা।

উক্ত মেলায় উঠেছে বিভিন্ন প্রকার কাঠ ও আসবাবপত্রের জিনিসপত্র এবং সংসারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ।

তাছাড়াও বিভিন্ন প্রকার খাবারের দোকান পত্রও পসরা বসিয়েছে যেমন মিষ্টি, নিমকি , বুট, পিয়াজু, চিংড়ি, আখের রস, আইসক্রিম সহ বিভিন্ন রকমের দোকান।

উক্ত মেলা এসে বিভিন্ন দর্শনার্থী ও ভক্ত বৃন্দ বলেন আমরা অত্যন্ত খুশি হয়েছে। উনারা আরো বলেন দীর্ঘদিন যাবত এরকম একটি দিনের জন্য আমরা এক বছর অপেক্ষায় থাকি। যাতে আমরা মন খুলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলাটা উপভোগ করতে পারি এবং উক্ত মেলার মাধ্যমে আমাদের মাঝে ভাতৃত্ব বন্ধন গড়ে ওঠে যার ফলে আমাদের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় ফিরে আসে অনাবিল সুখ ,শান্তি ও সমৃদ্ধি

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31