
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভালুকা সরকারি কলেজ মাঠে এক বিশাল সমাবেশে যোগ দেন।
আয়োজনে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, মল্লিক বাড়ি ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কামাল মন্ডলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে বলে তারা অভিযোগ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে উপজেলা শ্রমিক দলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।










