সর্বদা সত্য খবর প্রচার ও মিথ্যা খবর প্রচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে কুষ্টিয়া জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মিডিয়া কর্মিদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ টার সময় কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ (রাহি:) অডিটোরিয়ামে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রচার ও মিডিয়া কর্মী কর্মশালার প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা অধ্যাপক আবুল হাশেম।
তিনি তার বক্তব্যে সত্য তথ্য প্রচার ও প্রসারে মিডিয়া কর্মীদের ভূমিকা শির্ষক বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। এছাড়াও বিরোধী শক্তির অপ-প্রচার মোকাবেলায় মিডিয়া কর্মীদের করণীয় নিয়ে ব্যাপক আলোচনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সুজা উদ্দীন। পাশাপাশি আরো আলোচনা রাখেন, কুষ্টিয়া জেলার সিনিয়র সাংবাদিক দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোঃ শরিফ মাহমুদ, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আঃ মোমিন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. কামরুল হাসান প্রমুখ ব্যাক্তিবর্গ