মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা প্রতিনিধি।।
চট্টগ্রামের ফটিকছড়ির এক প্রবাসীর কাছ থেকে কোটি টাকার প্রতারণার নাটক অবশেষে ভোলায় এসে থামলো। কথিত ‘জ্বিনের বাদশা’ কামাল মীর (৪৮)-কে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বোরহানউদ্দিনের দক্ষিণ কাস্টম স্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করেছে র্যাব-৮।
আটককৃত কামাল মীর ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে।
র্যাব-৮ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামাল মীর নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয় দিয়ে মানুষকে প্রভাবিত করতেন। তিনি দাবি করতেন, জ্বিনের মাধ্যমে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা সমাধান করতে পারবেন। এভাবে প্রবাসী দিদারুল আলমের সঙ্গে যোগাযোগ করে নানা আশ্বাসে অনলাইনে মোট ৫৩ লাখ টাকা হাতিয়ে নেন।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আদালতের শরণাপন্ন হন। পরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে গত ১৭ মে ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব গোপন অভিযান চালিয়ে ভোলা থেকে প্রতারক কামালকে আটক করে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় মামলার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।