মোঃ রমজান হোসেন মহাদেবপুর উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে মারপিট করে ও বেধে রেখে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা,স্বর্ণালংকার,মোটরসাইকেল ও জামাকাপড় ডাকাতি হয়েছে৷ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবগত রাতে উপজেলার ভীমপুর (রাণীপুকুর) গ্রামে মোঃ হামিদের বাসায় এই ঘটনাটি ঘটে।
মোঃ হামিদ বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় কয়েকজন দলবদ্ধ ভাবে আমার ঘরে প্রবেশ করে দড়ি দিয়ে আমার হাত-পা ও কাপড় দিয়ে চোখ-মুখ বেধে রেখে আমার স্ত্রী কে জিম্মি করে ঘরে কোথায় কি আছে তা বলতে বাধ্য করে। আমার স্ত্রী প্রাণনাশের ভয়ে সব বলে দেন। তখন তারা আমার ঘর থেকে বিপুল পরিমাণ টাকা,স্বর্ণালংকার, মোটরসাইকেল, ব্যবহৃত ও নতুন জামাকাপড়, ড্রামের চাল, এমনকি ছোট মেয়ের জুতাও নিয়ে যায়। একটি গরু শক্তিশালী হওয়ার তারা সেটা নিয়ে যেতে পারে নি।"
তিনি আরও বলেন, তারা ঘর থেকে বের হওয়ার পর আমার ছোট ভাইদেরকে ফোন করি তখন ভাইয়েরা সাথে সাথে আমার বাড়িতে আসেন। ততক্ষণে তারা পালিয়ে যায়।
বিষয়টি জানাজানি হলে সকালে একাবাসীরা ঘটনাটি দেখতে আসেন। এতে পুরো এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র, ইউনিয়ন জামায়াতের আমির আঃ লতিফ, স্হানীয় নওহাটা ফাঁড়ি পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলটি পরিদর্শন করেন। প্রতিবেদন লেখার সময় মহাদেবপুর থানার ওসি ইনচার্জ শাহিন রেজা ঘটনা স্হলেই ছিলেন