আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানে দালাল চক্রের ১৮ সদস্যকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তঃবিভাগসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার শামসুজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। এতে সাধারণ রোগীরা প্রতারিত হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তেন। অনেকেই সর্বস্বান্ত হতেন দালালদের খপ্পরে পড়ে।
অভিযানে আটক হওয়া ১৮ জনের মধ্যে ৫ জন নারীও রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন একাধিকবার আটক হয়ে জেল খেটেছেন। তবে ছাড়া পেয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম আটককৃতদের সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত কারাদণ্ড দেন।
র্যাব জানায়, রোগীদের সেবা বঞ্চিত ও প্রতারণা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে