
পিরোজপুর প্রতিনিধি:
গত শনিবার ৩০আগস্ট সকাল ৭ ঘটিকার সময় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের গুদিঘাটা হাটে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়।
আহত হাফিজ শেখ জানান অভিযুক্ত সন্ত্রাসী আজম খান গত ১৭বছর আওয়ামী লীগ করেছে এবং সে এলাকায় প্রভাব বিস্তার খাটিয়ে বিভিন্ন সময় নিরীহ মানুষদের হামলা ও মামলা দিয়ে দেশ থেকে তাড়িয়েছে। ভিকটিম হাফিজ শেখ বলেন, আমি একজন বিএনপির সদস্য, আমাকে পূর্ব শত্রুতার জের ধরে আজ সকাল ৭ ঘটিকার সময় গুদিঘাটা বাজারে আমাকে কোন প্রকার কিছু না বলেই অতর্কিত হামলা করে,এক পর্যায়ে আমার মাথায় আঘাত করে আমি অজ্ঞান হয়ে যাই, এরপরে ৪/৫ জন মিলে আমার উপরে হামলা করে।এসময় যারা বাধা দিতে গিয়েছে তাদের উপরও চড়াও হয়ে হামলা করতে যায়,আমি এই আজম খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি,হামলায় আহতের বাবা জানান,আজম খান এলাকার নিরীহ মানুষদের উপরে বিভিন্ন সময় হামলা-মামলা সহ বিভিন্ন রকম নির্যাতন করে,কেউ তার প্রতিবাদ করতে গেলে তার উপরও হামলা করে, আমরা এই আওয়ামী লীগের দোসর আজম খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এলাকাবাসীর সূত্রে জানাযায় হাফিজ শেখ ৫নং ওয়ার্ড মেম্বারের সুপারি নিয়ে বাজারে বিক্রি করতে গেলে বাজারে একা পেয়ে আলী আজম খানসহ সঙ্গীয় দলবল তাকে অতর্কিত হামলা করে,পরবর্তীতে তাকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়,বর্তমান সদর হাসপাতালে ভর্তি আছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান যে,ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে










