নওগাঁর রাণীনগরের পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত
Spread the love

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে রবিবার সকাল ১০টা থেকে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে।একপর্যায়ে ওই শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরকে প্রায় ৪ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি সামাল দিতে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ বন্ধ করে আলোচনার টেবিলে বসেন।

জানা গেছে, উপজেলার পারইল ইউনিয়নের প্রাচীনতম বিদ্যাপিট পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে কৃষি বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন গত বুধবার বিকেলে বিদ্যালয়ের পার্শ্বে একটি বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ৮ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানী করেছে এমন গুঞ্জন উঠে। এর জের ধরে রবিবার বিদ্যালয় খোলার পর থেকে শিক্ষার্থদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে ছাত্র-ছাত্রীরা জোট বদ্ধ হয়ে ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শনসহ শিক্ষকদের একটি ঘরে প্রায় ৪ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবলু চন্দ্র পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়ীক বরখাস্তের ঘোষনা দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম।

এক পর্যায় দুপুর আড়াই টায় এই বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসার শাহাদত হোসেনও আসেন। পরবর্তী করণীয় নিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের নিয়ে বৈঠকে একই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিদ্যালয়ের বেশ কয়েক জন ছাত্রী মাধ্যমিক শিক্ষা অফিসারের সামনে তাদের শ্রেণী কক্ষে প্রকাশ্যে শিক্ষক আনোয়ার হোসেনের নৈতিকতা নিয়ে ছাত্রীদের শ্লীলতাহানী করেছে এই বিষয়ে খোলা-মেলা কথা বলে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন বলেন, শ্লীলতাহানীর ঘটনা সত্য নয়। একটি মহল আমার সুনাম ক্ষন্ন করার লক্ষ্যে এমন অপপ্রচার করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, এই ঘটনার ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়ীক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম বলেন, এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষকজদের অবরুদ্ধ করে রেখেছে এমন খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি।

নিজে শিক্ষার্থীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা এবং লিখিত অভিযোগ পাওয়ায় অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়ীক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লিখিত অভিযোগগুলো প্রয়োজনীয় তদন্ত স্বাপেক্ষে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31