
তৌহিদ, মাগুরা:
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গবরনাদা গ্রামে ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় রাজাপুর বাজার কামারবাড়ি মোড়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, আবুল কালাম নামে একজন ব্যক্তি ভুয়া দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, তারা প্রজন্ম ধরে জমি ভোগদখল করে আসছেন। অথচ হঠাৎ করে আবুল কালাম ভুয়া দলিল দেখিয়ে জমি দখল নেওয়ার চেষ্টা করছেন।
মানববন্ধনে বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং জাল দলিল করে জমি দখলের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানান।
ভিউ: ১৪৭










