
মোঃ আসিফুজ্জামান আসিফ:
মানিকগঞ্জে খুন ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত সরদার ইসমাইলসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। সাভারের নবীনগর ক্যাম্প থেকে পরিচালিত বিশেষ অভিযানে ভোর রাতে সাভারের ছায়াবিথী, আশুলিয়ার খেজুরটেক ও ধামরাইয়ের ছোট চন্দ্রাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ জানায়, গ্রেপ্তারকৃতরা হলো—
১. ইসমাইল ওরফে ইমরান (৪০)
২. মো. মাসুদ রানা (২৯)
৩. মো. ওবায়দুর (২২)
৪. মো. তাওহিদ (১৮)
৫. মো. সুমন (২৭)
৬. মো. মনু (৪৫)
৭. মো. সুরুজ মিয়া (৪৫)
৮. মো. হাবিবুর রহমান হাবিব (৩২)
মামলার এজাহার ও গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৫ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ইসলামনগর গ্রামে ভিকটিম মহর উদ্দীন (৭০)-এর বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করতে যায় একটি সংঘবদ্ধ ডাকাত দল।
ডাকাতরা গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভিকটিম মহর উদ্দীন ও তার বড় ছেলে নূর মোহাম্মদ বাবু (৩০) বাধা দেন। এসময় ডাকাতরা তাদের নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে এবং গরু লুট করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভিকটিম মহর উদ্দীনের অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃত আট ডাকাতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে










