
শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১ সেপ্টেম্বর ) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে কালিহাতী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং সহযোগিতা করে কালিহাতী পৌরসভা।
কর্মশালায় সভাপতিত্ব করেন, পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও পরিচ্ছন্ন নগর পরিবেশ গড়ে তোলা সম্ভব। এজন্য পৌরসভা, স্থানীয় সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলাম মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উক্ত প্রকল্পের সহকারী প্রকৌশলী এস এম শাহীন, পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, পৌরসভার হিসাব রক্ষক মো. ছানোয়ার হোসেন, পৌরসভার সিনিয়র অফিস সহকারী রফিকুল ইসলাম রফিক প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।










